ধর্মনগর: ধর্মনগর বড়ুয়াকান্দি পঞ্চায়েত অফিস সংলগ্ন পাম্প হাউজের পাশে ঘটে গেল এক যাত্রীবাহী টুকটুক দুর্ঘটনা আহত চালক
ধর্মনগর থানার অন্তর্গত বড়ুয়াকান্দি পঞ্চায়েত অফিস সংলগ্ন পাম্প হাউজের পাশে ঘটে গেল এক যাত্রীবাহী টুকটুক দুর্ঘটনা। এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন টুকটুক চালক কামাল উদ্দিন যার বাড়ি বাগবাসা বিধানসভার উত্তর হুরুয়া এলাকায়। এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর দমকল বাহিনীর অফিসের কর্মীরা। তারা গুরুতর আহত অবস্থায় কামাল উদ্দিনকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে ।