করিমপুর ২: ফাজিলনগরে বিভিন্ন পুজোর উদ্বোধন করলেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সাজেজুল হক
করিমপুর ২ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় কালীপুজো উপলক্ষে মেতে উঠলেন এলাকার মানুষ। ফাজিলনগরের ফাজিল নগর মাহাতা পাড়া ও ঘোষ পাড়ায় কালীপুজোর শুভ উদ্বোধন করলেন করিমপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সাজেদুল হক, সোমবার সন্ধ্যায় ফ্রিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজোর উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজনেরা। সোমবার আনুমানিক রাত আটটা নাগাদ সেই ছবি উঠে এলো।