পুরুলিয়া ২: কুড়মী সমাজের রেল অবরোধের আগে আজ রেল পুলিশের মকড্রিল হলো কুস্তাউর স্টেশনে, উপস্থিত RPF এর অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডেন্ট
আগামী ২০ সেপ্টেম্বর একাধিক দাবিতে ১০০ টি জায়গায় রেল অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কুড়মী সমাজ । তাই তার আগে আজকে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া আদ্রা শাখার কুস্তাউর স্টেশনে মহড়া দিল রেল পুলিশ । আজ সকালে আরপিএফ এবং জিআরপির এই মক ড্রিলে আরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডার থেকে শুরু করে পুলিশের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন ।