কুমারগ্রাম: বারবিশায় নেশার ট্যাবলেট সহ ধৃত তিনজনকে পুলিশি রিমান্ড শেষে ফের আদালতে পাঠানো হল
বারবিশায় নেশার ট্যাবলেট সহ ধৃত তিন জনকে রিমান্ড শেষে শুক্রবার দুপুরে আলিপুরদুয়ার আদালতে পাঠাল কুমারগ্রাম থানার পুলিশ। ধৃতদের নাম জীবন দেবনাথ, স্বরাং বসুমাতারি ও নহমিয়া বসুমাতারি। উল্লেখ্য, গত শনিবার বারবিশার দক্ষিণ রামপুর এলাকার একটি হোটেল থেকে নেশার ট্যাবলেট সহ ওই তিনজনকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। ধৃত জীবন দেবনাথ বারবিশার দক্ষিণ রামপুর এলাকার বাসিন্দা। সে নেশার ট্যাবলেট বিক্রির সঙ্গে যুক্ত। স্বরাং ও নহমিয়া অসমের চিরাং জেলার বাসিন্দা।