চুঁচুড়া-মগরা: ভ্যটের গাড়ি পুকুরে চাঞ্চল্য চুঁচুড়া দু নম্বর কাপাসডাঙ্গায়
ভ্যটের গাড়ি পুকুরে জানিয়ে চাঞ্চল্য এলাকায়। হুগলী-চুঁচুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড পরিষ্কার করার জন্য ভ্যাটের গাড়ী গুলি রাখা হতো দু'নম্বর কাপাসডাঙ্গার একটি পুকুর পাড়ে। মঙ্গলবার সকালে সাফাই কর্মীরা গাড়ি আনতে গিয়ে দেখেন বেশিরভাগ গাড়ি পুকুরের মধ্যে পড়ে রয়েছে। এরপরেই সাফাই কর্মীরা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিকে জানাই পরে বিষয়টি জানানো হয় পৌর কর্তৃপক্ষকে। তবে কে বা কারা গাড়িগুলিকে পুকুরে ফেলল তা নিয়েই উঠছে প্রশ্ন।