শ্রীরামপুর-উত্তরপাড়া: কী কারনে? একদিন আগেই ঘোষণা হওয়া চুঁচুড়া টাউন কমিটি স্থগিত, সাংবাদিক বৈঠকে কী বললেন জেলা তৃণমূলের সভাপতি
একদিন আগেই ঘোষণা হওয়া চুঁচুড়া টাউন কমিটি আপাতত স্থগিত করা হলো। সোমবার এই নিয়েই হুগলির শ্রীরামপুরের চাতরা অঞ্চলে শ্রীরামপুর হুগলি সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন নিজে অফিসে সাংবাদিক বৈঠক করেন, উপস্থিত ছিলেন ধনিয়াখালি বিধানসভার বিধায়ক অসীমা পাত্র।