তুফানগঞ্জ ১: বলরামপুর চৌপথি পেট্রোল পাম্প এলাকায় জাতীয় সড়কের ওপর মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তরুণের
ঘটনাটি শুক্রবার সন্ধ্যায় নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের বলরামপুর চৌপথি পেট্রোল পাম্প এলাকায় জাতীয় সড়কের উপরের ঘটনা। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় মৃতের নাম মিঠুন সূত্রধর (৩৫) । এদিন সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে জাতীয় সড়কে উঠে রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় কোচবিহার থেকে বকশিহাট গামী একটি দ্রুতগতির ছোট চার চাকার গাড়ি সজোরে এসে ধাক্কা মারে এবং ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ছোট চার চাকার গাড়িটি। দ্রুত তাকে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।