বাদুড়িয়া: বাদুড়িয়া যদুরহাটিতে SIR আতঙ্কে আত্মহত্যা ১ ব্যক্তির
SIR আতঙ্কে আত্মহত্যা করলেন বাদুড়িয়ার যদুরহাটির বাসিন্দা শফিকুল মন্ডল। পরিবার সূত্রে জানা গেছে, বছর ৫৭ এর শফিকুল মন্ডল তার সন্তান ও পরিবারের অন্য সদস্যদের কাগজপত্রে বেশ কিছু ভুল ছিল। বেশ কয়েকদিন ধরে দৌড়াদৌড়ি করেও সেই সমস্যার সমাধান করে উঠতে পারছিলেন না। তারপর থেকেই কার্যত দুশ্চিন্তা গ্রাস করেছিল শফিকুল মন্ডলকে। কাল দুপুরে জমিতে দেওয়া কীটনাশক খান। তড়িঘড়ি স্থানীয় মানুষজন ও পরিবারের লোকজন বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা