বিশালগড়: কদমতলী সড়কে দুইটি বাইকের সংঘর্ষে আহত ৩
সোমবার সন্ধ্যায় বিশালগড় কদমতলী সড়কে দুইটি বাইকের সংঘর্ষে আহত হয় তিনজন। পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে আহত তিনজনকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আহতদের অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক।