নলহাটি ১: মাঠকলিঠা লেভেল ক্রসিং এ ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের, ঘটনাস্থলে রেল পুলিশ
মাঠকলিঠা লেভেল ক্রসিং এ ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে আজ সোমবার সন্ধ্যা ৬:১৫ মিনিট নাগাদ নলহাটি থানার অন্তর্গত মাঠকলিঠা গ্রামের লেভেল ক্রসিং এ। স্থানীয় সূত্রে জানা গেছে আজিমগঞ্জ থেকে নলহাটি গামী একটি মালগাড়ি ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের, মৃত ওই যুবকের নাম সাইনূর ইসলাম ওরফে সিলন সেখ, বয়স আনুমানিক ২১ বছর, বাড়ি নলহাটি থানার মাঠকলিঠা গ্রামে । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি রেল পুলিশ।