বিশালগড়: বিশ্বকর্মা পূজার দিনে ভয়ংকর দুর্ঘটনা গভীর খাদে অল্টো গাড়ি, ঘটনা গোকুলনগর
বিশ্বকর্মা পূজার দিনে ভয়ংকর দুর্ঘটনা গভীর খাদে উল্টো গাড়ি।বিশ্বকর্মা পূজোর দিনে দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের সামনে আগরতলা উদয়পুর সড়কের পাশে গভীর খাদে পড়লো উল্টো গাড়ি অল্পেতে রক্ষা পেল চালক ঘটনা বুধবার বিকেলে। বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে গাড়ি থেকে চালককে উদ্ধার করে।