বর্ধমান ১: অ্যাপে ঠিক মতো নাম এন্ট্রি হচ্ছে না,ফলে ডিজিটাইজেশন করতে পারছে না BLO-রা,বর্ধমানে বলেন মন্ত্রী অরূপ বিশ্বাস
শনিবার বিকেল পাঁচটা নাগাদ বর্ধমানের কার্জন গেট চত্বরে এস আই আর নিয়ে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস সাংবাদিকদের দাবি করে বলেন নাম এন্ট্রি করতে গেলে ঠিক মতো এন্ট্রি হচ্ছে না প্রবলেম হচ্ছে। ফলে ডিজিটাটাইজ করতে পারা যাচ্ছে না। বিএলও অ্যাপ সঠিকভাবে কাজ করছে না। ভুলে ভরা ভোটার লিস্ট, ২০০২ এর যেখানে ভোটার লিস্টের হার্ডকপি পাওয়া যাচ্ছে। আর ওনারা যে ভোটার লিস্ট দিয়েছেন তার থেকে দেখা যাচ্ছে ১৫০ থেকে ২০০ নাম বাদ দেওয়া হয়েছে