মানবাজার ১: মানবাজারের মন্ডপগুলি পরিদর্শন করলেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা
মানবাজার এলাকার পুজো মণ্ডপ গুলি পরিদর্শনে এলেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিককেরা।শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মানবাজার গ্রাম্য যোগাশ্রম পূজা কমিটির মন্ডপ পরিদর্শন করেন এডিশনাল এসপি অপারেশন অবিনাশ জাধোয়ার,মানবাজার এসডিপিও বরুণ বৈদ্য সহ মানবাজার থানার পুলিশ আধিকারিকেরা। প্যান্ডেলে নিরাপত্তা সংক্রান্ত বিষয়, সিসিটিভি, যান চলাচল সহ বিভিন্ন বিষয়গুলি খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকেরা।