রানাঘাট ১: পারিবারিক অশান্তির জের,সগুনায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী গৃহবধূ,ময়নাতদন্তের জন্য দেহ এলো রানাঘাট মর্গে
পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। সূত্রের খবর, সগুনার বাসিন্দা এক যুবতীর কিছুদিন আগে নতুনপাড়া এলাকার বাসিন্দা এক যুবকের সাথে বিবাহ হয়। অভিযোগ সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক সমস্যা চলছিল বলে বাবার বাড়িতে থাকছিলেন ওই গৃহবধূ। অভিযোগ, রবিবার রাতে নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। পরে পরিবারের লোকেরা শান্তিপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মর্গে পাঠিয়েছে।