আউশগ্রাম ২: আউশগ্রামের গেঁড়াইয়ে জাঁকজমকপূর্ণভাবে শুরু হল ‘মরহুম হালিম ও হালিমা স্মৃতি ফুটবল প্রতিযোগিতা’, উপস্থিত একঝাঁক নেতানেত্রী
আউশগ্রামের গেঁড়াইয়ে সোমবার জাঁকজমকপূর্ণভাবে শুরু হল ‘মরহুম হালিম ও হালিমা স্মৃতি ফুটবল প্রতিযোগিতা’। বেসরকারি সংস্থা SMD ও তৃণমূলের উদ্যোগে ষোলো দলীয় এই খেলার আয়োজন করা হয়। প্রতিযোগিতার প্রথম খেলায় এদিন আনুমানিক বিকাল সাড়ে পাঁচটা নাগাদ জয়লাভ করে মেঘা ট্রেডার্স সিমনোড়। এই খেলার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূলের সভাপতি রাসবিহারী হালদার, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডু, জেলা পরিষদের মেন্টর ইসমাইল শেখ।