রামপুরহাট শহরে এক হনুমানের দৌরাত্ম্যে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন শহরবাসী। প্রায় প্রতিদিনই ওই হনুমান কোনও না কোনও মানুষকে আক্রমণ করে জখম করছে বলে অভিযোগ উড়ছে এলাকায়। ফলে স্বাভাবিক যাতায়াত ও দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের।আজও ঠিক সেরকমই একটি ঘটনা ঘটে রামপুরহাট চার নম্বর ওয়ার্ডের কসাইপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার এক ব্যক্তির উপর আচমকাই তান্ডব চালায় হনুমানটি। আক্রমণে গুরুতর জখম হন ওই ব্যক্তি।