পুঞ্চা: পুঞ্চা ব্লকের ছিরুডি অঞ্চলের ১৩১,১৩২,১৩৩ নম্বর বুথ নিয়ে আয়োজিত "পাড়ায় সমাধান শিবির" উপস্থিত মন্ত্রী
Puncha, Purulia | Sep 20, 2025 পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লকের ছিরুডি অঞ্চলের ১৩১,১৩২,১৩৩ নম্বর বুথকে একত্রিত করে মানবাজার বিধানসভার অনুষ্ঠিত হলো "আমাদের পাড়া, আমাদের সমাধান" কর্মসূচি।শনিবার বেলা ১২ টা থেকে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু, পুঞ্চা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।