কেতুগ্রাম ২: সামনে বিধানসভা নির্বাচন, ভার্চুয়ালি বৈঠক করলেন যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, বৈঠকে যোগ দেন কেতুগ্রামের বিধায়ক
সামনেই বিধানসভা নির্বাচন। ফলতো মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পাশাপাশি দলীয় নেতাদের সঙ্গে রবিবার ভার্চুয়ালি বৈঠক করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেতুগ্রাম থেকে এদিন আনুমানিক সন্ধ্যা ৬টা নাগাদ বৈঠকে যোগ দেন এলাকার বিধায়ক শেখ শাহনওয়াজ সহ অনান্যরা। জানা গিয়েছে, একদিকে SIR প্রক্রিয়া চলছে রাজ্যজুড়ে। এই পরিস্থিতিতে সাংগঠনিক বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এদিন দলের নেতাকর্মীদের সুপরামর্শ দেন তৃণমূলের যুবরাজ।