কেতুগ্রাম ১: ছিল মাটির রাস্তা, মাটির বাড়ি, বর্তমানে এখন পাকা হয়েছে, ১৫ বছরে এলাকার আমূল পরিবর্তন হয়েছে দাবি কেতুগ্রামের বিধায়কের
ছিল মাটির রাস্তা, মাটির বাড়ি, বর্তমানে তা এখন পাকা হয়েছে। তাছাড়া গত ১৫ বছরে এলাকার আমূল পরিবর্তন হয়েছে। উন্নয়নের পাঁচালির প্রচারে এসে শনিবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ কেতুগ্রামের রাজুর অঞ্চলে এমনই দাবি করলেন এলাকার বিধায়ক শেখ শাহনওয়াজ। তিনি বললেন, স্বাস্থ্য থেকে শিক্ষাক্ষেত্রে সুবিধা প্রদানের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এছাড়া রাজ্যের উন্নয়নে প্রায় ৯৫টি প্রকল্প চালু করেছেন।