চামটায় তৃণমূলের উন্নয়নের পাঁচালী কর্মসূচি, উপস্থিত বিধায়ক। রবিবার দুপুর ১২টা নাগাদ এই কর্মসূচি আয়োজিত হয় চামটা গ্রাম পঞ্চায়েত এর আঠারোজানি ও পাগলার হাটে। উপস্থিত ছিলেন সিতাই বিধায়ক সংগীতা রায় থেকে শুরু করে অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মূলত রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্প গুলির খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই কর্মসূচি।