শ্রীরামপুর-উত্তরপাড়া: হুগলির রিষড়া রবীন্দ্র সরনীতে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষ্যেশ সংসদ কল্যাণ ব্যানার্জির উদ্যোগে বস্ত্র বিতরণ
বুধবার হুগলির রিষড়া রবীন্দ্র সরনীতে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষ্যে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জির উদ্যোগে এবং রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র, উপ-পৌরপ্রধান জাহিদ হাসান খানের সহযোগিতায় বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংসদ, পৌর প্রধান, উপ পৌর প্রধান ছাড়াও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য সিআইসি মেম্বাররা ও পৌর সদস্যরা। এই অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতন।