খোয়াই: খোয়াই জেলাশাসকের কার্যালয়ে নির্মল মতি মাসকট সূচনা করেন DWS সচিব ব্রিজেস পান্ডে
Khowai, Khowai | Nov 3, 2025 স্বচ্ছ ভারত মিশনের অধীনে, ৩রা নভেম্বর ২০২৫ তারিখে জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর অফিসে শ্রী ব্রিজেশ পান্ডে, আইএএস, সচিব, পিডব্লিউডি (ডিডব্লিউএস) আনুষ্ঠানিকভাবে "নির্মল মতি" মাসকটটি উন্মোচন করেন।