এস আই আর প্রক্রিয়াকে সামনে রেখে আজ বিকালে জয়পুর বিধানসভা এলাকায় দলের থেকে মনোনীত বি এল এ টুদের একটি প্রশিক্ষণ শালা আয়োজিত হল ঝালদা ২ নম্বর ব্লক সদরের কোটশিলা এলাকায় । এই প্রশিক্ষণশালায় জেলা পরিষদের সভাধিপতিসহ জেলা তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন ।