কালচিনি: সুভাষিনী চা বাগান এলাকার বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো বিজেপি, তুলে দেওয়া হল ত্রাণ সমগ্রী
কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগান এলাকার বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো বিজেপি। বুধবার সুহাসিনী চা বাগান এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করে বিজেপি নেতৃত্বরা। গত ৫ অক্টোবর তোর্সা নদী ও পাহাড়ি ঝোড়ার জলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সুভাষিনী চা বাগান এলাকায়। তোরসা নদীর বাঁধ ভেঙে যাওয়ায় নদীর জল গ্রামে প্রবেশ করে এলাকায় প্রায় ৪০টি পরিবারের বাড়ি জলমগ্ন ক্ষতিগ্রস্ত করে। এদিন এলাকার সমস্ত ক্ষতিগ্ৰস্থ বাসিন্দাদের হাতে ত্রাণ সামগ্ৰী তুলে বেন বিজেপি নেতৃত্বরা।