আলিপুরদুয়ার ২: সিকিয়াঝোড়ায় পর্যটকদের জন্য বানানো ঘর ভেঙ্গে পড়ে রয়েছে জলের মধ্যে
হাতির হানায় ভেঙ্গে যাওয়া ঘর থেকে শুরু করে কাঠের ব্রীজের একাংশ মেরামত হয়নি এমনটাই দেখা গেল বুধবার বিকেল সাড়ে চারটা নাগাদ আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার ২ ব্লকের সিকিয়া ঝোড়া পর্যটন কেন্দ্রে গিয়ে। প্রশাসনিক কর্তাদের গাফিলতির জেরে হাতির হানায় ভেঙে যাওয়া ঘর জলের মধ্যে পড়ে রয়েছে।তাছাড়া একমাত্র কাঠের ব্রীজের মূল খুঁটি ভেঙে রয়েছে অনেকদিন ধরেই। যেকোনো সময় ঘটবে বড় ধরনের দুর্ঘটনা কাঠের ব্রীজে। এমনকি কাঠের ব্রিজে লোহার পাতের বদলে বাঁশের বাতা বেঁধে