হরিশ্চন্দ্রপুর ১: সরকারি অনুমোদিত দুর্গাপূজা উদ্যোক্তাদের হাতে হরিশ্চন্দ্রপুর থানা থেকে অনুদানের চেক প্রদান করা হলো
সরকারি অনুমোদিত দুর্গাপূজা কমিটির কর্মকর্তাদের জন্য রাজ্য সরকারের তরফে এক লক্ষ দশ হাজার টাকা আর্থিক অনুদানের চেক প্রদান করা হলো হরিশ্চন্দ্রপুর থানা আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, আইসি মনোজিৎ সরকার সহ ব্লক বিডিও ও পূজা কমিটির কর্মকর্তারা। সরকারি নির্দেশকে মাথায় রেখে পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চেক তুলে দেওয়ার মধ্য দিয়ে বিভিন্ন বার্তা নির্দেশিকা তুলে ধরা হয় প্রশাসনিক কর্তাদের তরফে।