অভিষেকের জনসভা সফল করতে কোচবিহার দেওয়ানহাটে মিছিল তৃণমূলের, উপস্থিত ব্লক সভাপতি।উল্লেখ্য আগামী ১৩ই জানুয়ারি কোচবিহার ১নং ব্লকের অন্তর্গত ঘুঘুমারি এলাকায় জনসভা করতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সংসদ অভিষেক ব্যানার্জি।এই জনসভাকে সাফল্যমন্ডিত করতে বুধবার রাত আটটা নাগাদ কোচবিহার দেওয়ানহাটে এলাকায় মিছিল করা হলো তৃণমূলের পক্ষ থেকে।এদিনের এই মিছিলের নেতৃত্ব দেন তৃণমূলের ব্লক সভাপতি আব্দুল কাদের হক।এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্বরা।