রায়গঞ্জ: বিবেকানন্দ মোড়ে রাস্তায় গাড়ি রেখে নিখোজ মালিক অথবা চালক, যানজটে জেরবার সাধারণ মানুষ
বিবেকানন্দ মোড়ে রাস্তায় গাড়ি রেখে নিখোজ মালিক অথবা চালক, যানজটে জেরবার সাধারণ মানুষ। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন প্রায় দেড় ঘন্টা ধরে গাড়ি রাস্তার উপরে রেখে নিখোঁজ মালিক। শহরের প্রাণ কেন্দ্রে প্রধান সড়কের চাপা যায়গায় এভাবে গাড়ি রাস্তার উপরে দাড় করিয়ে রাখায় সৃষ্টি হচ্ছে ব্যপক যানজট। খবর দেওয়া হয় পুলিশকে বলে দাবী।