করিমগঞ্জ: শ্রীভূমি শহরের হাটমেন্ট রোডে জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি জানালো এলাকার জনগণ,উপস্থিত রাজ্যসভার প্রাক্তন সংসদ
শনিবার শ্রীভূমি শহরের হাটমেন্ট রোডে জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি জানালো এলাকার জনগণ। এতে উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন সংসদ মিশন রঞ্জন দাস। জানা যায় শ্রীভূমি শহরে জুবিন গার্গ হাটমেন্ট রোডে সরকারি কোয়ার্টারে শৈশবের বেশ কয়েক বছর সময় কাটিয়েছিলেন এবং শহরে কয়েক বছর পড়াশোনা করেছিলেন। সেই উপলক্ষে শনিবার শ্রীভূমি শহরে জুবিন গার্গ হাটমেন্ট রোডে যে সরকারি কোয়ার্টারে থাকতেন তার সম্মুখে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এলাকার জনগণ।