দিনহাটা ২: দিনহাটা তে মিটিং করার দোষেই BJP নেতার বাড়ি ভাঙচুর করেছে তৃণমূল! বললেন জেলা BJP-র সম্পাদক
দিনহাটা তে মিটিং করার দোষেই BJP নেতার বাড়ি ভাঙচুর করেছে তৃণমূল! বললেন জেলা BJP-র সম্পাদক। বুধবার বিকেল তিনটে নাগাদ এমনি মন্তব্য করলেন বিজেপি জেলা সম্পাদক জীবেশ বিশ্বাস। প্রসঙ্গত মঙ্গলবার রাতে দিনহাটা শহর মন্ডল বিজেপির সভাপতি বিদ্যুৎ মজুমদারের বাড়ি ভাঙচুর হয়, অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে।