বালুরঘাট: রঘুনাথপুরে অভিযান চালিয়ে উদ্ধার ব্যাটিং চক্রের কোটি টাকা, এখনো চলছে তল্লাশি
বেটিং চালানোর অভিযোগে আরো দুই যুবককে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন কুনাল দাস (৩৪) ও অপূর্ব সরকার (৩৭)। তাদের বাড়ি গঙ্গারামপুর থানার চাম্পাতলি ও কায়স্থপাড়ায়। অপূর্ব সরকার পেশায় স্কুল শিক্ষক৷ গঙ্গারামপুর ব্লকের নয়াবাজার হাইস্কুলের শিক্ষক ছিলেন তিনি। রবিবার ধৃতদের তোলা হয় গঙ্গারামপুর মহকুমা আদালতে ধৃত অপূর্ব সরকারকে জিজ্ঞাসাবাদ করে বালুরঘাট রঘুনাথপুরের শ্বশুর বাড়ি থেকে উদ্ধার কোটি টাকা।