কোচবিহার ১: কোচবিহারের পালিত হল কুকুর তিহার, উপস্থিত পুলিশ সুপার
কোচবিহারে পালিত হল কুকুর তিহার। এটি নেপালের ঐতিহ্যবাহী হিন্দু উৎসব। যা এ বছর সুন্দরভাবে পালন করলো কোচবিহারের পশু প্রেমি সংগঠন AART এর সদস্যরা। তাদের সেলটারে থাকা সারমেওদের নিয়ে এই দিনটি পালন করেন পশু প্রেমি সংগঠনের সদস্যরা। তাদের সাথে উপস্থিত ছিল কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন বিশাল লেপচা। সেই সেলটারে থাকা সারমেয়দের গলায় ফুলের মালা কপালে টিকা পরিয়ে বরণ করেন কুচবিহারের পুলিশ সুপার। পাশাপাশি সারমেয়দের মুখে তুলে দেওয়া