শালতোড়া: শালতোড়া মন্ডল ১ বিজেপির তরফে বিজয় মিছিল বের করা হল পাবড়া মোড়ে, উপস্থিত মন্ডল সভাপতি ও বিধায়ক
রবিবার আনুমানিক রাত্রি সাড়ে এগারোটার সময় এমন ই খবর জানা গেল বাঁকুড়ার শালতোড়ায় বিহারে বিধানসভা নির্বাচনে NDA এর বিরাট জয় তার ই আনন্দে শালতোড়া ব্লকের পাবড়া মোড়ে শালতোড়া মন্ডল ১ বিজেপির তরফে বিজয় মিছিল বের করা হল। উপস্থিত শালতোড়া বিধায়ক চন্দনা বাউরী, শালতোড়া মন্ডল ১ বিজেপির সভাপতি অরুপ মন্ডল সহ বিজেপির নেতৃত্ব ও কর্মীরা