দিনহাটা ১: বিশ্বকর্মা পূজার দিনে দিনহাটা তে অস্ত্র উদ্ধার পুলিশের, গ্রেফতার ১
বিশ্বকর্মা পূজার দিনে দিনহাটা তে অস্ত্র উদ্ধার পুলিশের, গ্রেফতার ১। বুধবার সন্ধ্যা ৬:২৮ মিনিট নাগাদ দিনহাটা থানার তরফে এই তথ্য নিশ্চিত করা হয়। জানা গেছে গতকাল গভীর রাতে দিনহাটা শহরের বোর্ডিং পাড়া মসজিদের পিছন থেকে রশিদুল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি। ধৃত ব্যক্তির বাড়ি দিনহাটা ভিলেজ ওয়ান গ্রাম পঞ্চায়েত এর ফকির টারি এলাকায়।