শীতলকুচি: খারিজা ধাপের চাত্রা এলাকায় ৩৭২ মিটার পাকা নর্দমার কাজের শুভ উদ্বোধন, উপস্থিত জেলা পরিষদের সদস্য ও প্রধান
শুক্রবার শীতলকুচি ব্লকের গোসাইরহাট অঞ্চলের অন্তর্গত খারিজা ধাপের চাত্রা এলাকায় ৩৭২ মিটার পাকা নর্দমার কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। জানা যায় জেলা পরিষদের ১৫ লক্ষ টাকা আর্থিক অনুকূল্যে এই পাকা নর্দমাটি তৈরি হবে। আজ এই কাজের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শেফালী বর্মন গোসাইরহাট গ্রাম পঞ্চায়েত প্রধান কনক বর্মন সহ অন্যান্যরা।