রামপুরহাট ২: রামপুরহাটে বাইক ও চারচাকার সংঘর্ষে গুরুতর আহত যুবক
রামপুরহাটে বাইক ও চারচাকার সংঘর্ষে গুরুতর আহত যুবক।রবিবার দুপুরে রামপুরহাট ২ নম্বর ব্লকের ১৪ নম্বর জাতীয় সড়কের নিউটাউনের কাছে ঘটে দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি মোটরবাইক ও চারচাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন মোটরবাইকে থাকা এক যুবক। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে যান তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ গাড়ি দুটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।