খানাকুল ১: খানাকুলের অন্যতম আকর্ষণ রেনেশাঁস ক্লাবের জগদ্ধাত্রী পুজোর হল খুঁটি পুজো
খানাকুলের অন্যতম আকর্ষণ রেনেশাঁস ক্লাবের জগদ্ধাত্রী পুজো।বুধবার বিকালে খানাকুল ফুটবল ময়দানে হয়ে গেল খুঁটি পুজো।জানা গেছে,রেনেশাঁস ক্লাবের পুজো এবারে 4 বছরে পদার্পন করবে।তার মধ্যে 2 বছর থানার খানাকুল থানার মধ্যে সেরার সেরা পুরস্কার পেয়েছিল।ক্লাবের সম্পাদক জানান,পুজোকে ঘিরে আরামবাগ পৌর উৎসবের আদলে 10 দিন ধরে চলবে মেলা ও নানান অনুষ্ঠান।যা মানুষের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।এদিন বিকালে ঢাকের আওয়াজে বিশেষ পুজোর মাধ্যমে খুঁটি পুজো সম্পন্ন হয়।