কালচিনি: ঐতিহাসিক হ্যামিলটনগঞ্জ কালি পুজোয় প্রচুর দর্শনার্থীদের সমাগম হল, এবছর পুজোর ১০৯ তম বর্ষ
ঐতিহাসিক হ্যামিলটনগঞ্জ কালি পুজোয় সোমবার রাত ন'টা নাগাদ প্রচুর দর্শনার্থীদের সমাগম হল। ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীরা শক্তির আরাধনায় মেতেছেন। হ্যামিলটনগঞ্জ কালি মন্দির এবছর ১০৯ তম বর্ষ। ১৯১৭ সালে ইউরোপিয়ান সাহেবরা চালু করেছিল এই পুজো। পরবর্তীতে এই পুজোকে কেন্দ্র করে ইউরোপিয়ান সাহেবরা চালু করে হ্যামিলটনগঞ্জ মেলা। ডুয়ার্সের অন্যতম প্রাচীন পুজো এই হ্যামিলটনগঞ্জ কালি পুজো। ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয়।