ডোমকল: ডোমকলে বেহাল রাস্তা! একসাথে ভাঙল দুই পণ্যবাহী লোছিমনের চাকা, চরম ভোগান্তি
ডোমকলে বেহাল রাস্তা! একসাথে ভাঙল দুই পণ্যবাহী লোছিমনের চাকা, চরম ভোগান্তি সোমবার বিকেলে মুর্শিদাবাদের ডোমকলের পুরনো বিডিও মোড় এলাকায় ভয়াবহ চিত্র দেখা গেল। বহুদিন ধরে অবহেলিত ও বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তায় একসঙ্গে ভেঙে গেল দুটি পণ্যবাহী বোঝাই লোছিমন গাড়ির সামনের চাকা। ঘটনায় মুহূর্তের মধ্যেই যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রাস্তার মেরামতির দাবি জানালেও এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রতিদিনই দু