২৬ এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রকম কর্মসূচি চলছে রাজ্যজুড়ে। চাপরা ব্লকের বিভিন্ন এলাকায় চাপরা ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের পক্ষ থেকে উন্নয়নের পাঁচালী কর্মসূচি করা হলো। এলাকায় এলাকায় মহিলাদের নিয়ে কত পনেরো বছরে তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মহিলা তৃণমূল কংগ্রেসকর্মীরা। এই কর্মসূচিতে মহিলাদের উন্নয়নের পাঁচালীর একটি করে কার্ড দেওয়া হয়।