কোচবিহার ২: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পাগল হয়ে যা খুশি বলে বেড়াচ্ছে, কোচবিহারে কটাক্ষ বিজেপি বিধায়কের
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী পাগল হয়ে গেছেন, পাগল হয়ে যা খুশি বলছেন, কোচবিহারে কটাক্ষ বিজেপি বিধায়কের। উল্লেখ্য মঙ্গলবার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গ্রহ বলেন, ২০২৪ নির্বাচনের মতই 2026 নির্বাচন করতে হবে। বল ধরে পেনাল্টি বক্সে ঢুকবো, ফাউল করলে পেনাল্টি নেব নয়তো সোজা গোল। এপ্রসঙ্গে বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, নির্বাচন কমিশনের উচিত ইমিডিয়েট তার বিরুদ্ধে FIR করা, কারণ তিনি পাগল হয়ে গেছেন এবং যা খুশি বলে বেড়াচ্ছেন।