চন্দ্রকোনা ২: একবালপুরে গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়লো মাটির বাড়ি, নস্ট আসবাবপত্র ,গহনা, প্রয়োজনীয় নথি
ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনার একবালপুরে। আগুনে ভস্মীভূত বসত বাড়ি। ক্ষতি কয়েক লক্ষ টাকা। জানাযায় রাত আনুমানিক ২ টো নাগাদ এলাকার বাসিন্দা ভোলানাথ রায়ের বাড়িতে প্রতিবেশীরা আগুন দেখতে পায়। বাড়িতে তখন ঘুমিয়ে আচ্ছন্ন পরিবারের সদস্যরা। প্রতিবেশীদের হইচই ঘুম ভেঙ্গে যায় বাড়ির সদস্যদের। কোনরকমে বাড়ি থেকে বের হয়ে আসে সদস্যরা। স্থানীয়রা আগুন নিভানোর কাজে হাত লাগায়। পরে ঘাটাল দমকল বিভাগে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়।