হবিবপুর: ঢাকের তালে রথের মতো টেনে নিয়ে যাওয়া হল ৪২ ফুট মা কালীকে — বুলবুলচন্ডীতে ঐতিহ্যবাহী নিরঞ্জন
হবিবপুর ব্লকের বুলবুলচন্ডীতে এখনো কালীপুজোর রেশ কাটেনি। কারণ এখানকার কালী প্রতিমার বিসর্জন হয় পুজোর প্রায় ১৫ দিন পর,তবে এই বিসর্জন কোনো সাধারণ নিরঞ্জন নয় এখানকার প্রধান আকর্ষণ ৪২ ফুট উঁচু কালী প্রতিমা।প্রতিবছর মন্দির প্রাঙ্গণ থেকে দেবীর প্রতিমা প্রায় ৫০০ মিটার দূরে ডুবাপাড়া সংলগ্ন একটি পুকুরে নিরঞ্জন করা হয়,মায়ের মন্দির থেকে শুরু হয় এক অনন্য শোভাযাত্রা। জগন্নাথ দেবের রথ টানার মতোই,তবে চাকা ছাড়াই কাঠামোতে দড়ি বেঁধে শয়ে শয়ে ভক্তরা টেনে নিয়ে যায়