ধর্মনগর: ইঞ্জিনিয়ার্স ডে যথাযোগ্য মর্যাদার সাথে অল ইঞ্জিনিয়ার এ্যাসোসিয়েশন জেলা কমিটির উদ্যোগে ধর্মনগর পূর্তদপ্তর অফিস প্রাঙ্গনে
ইঞ্জিনিয়ার্স ডে যথাযোগ্য মর্যাদার সাথে অল ইঞ্জিনিয়ার এ্যাসোসিয়েশন জেলা কমিটির উদ্যোগে ধর্মনগর পূর্ত দপ্তর অফিস প্রাঙ্গনে পালন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন এ্যাসোসিয়েশনের জেলা সভাপতি গৌতম রায়। ইঞ্জিনিয়ার পরিবারের ১০ জন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। তাছাড়া উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য, অভিজিৎ দেব, দিব্যজ্যোতি নাথ , সুহাস চক্রবর্তী, ইমিলি ভট্টাচার্য সহ প্রমুখরা।