কেশিয়ারি: কলাবনি দুর্গোৎসব কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, উপস্থিত ছিলেন আইসি
পশ্চিম মেদিনীপুরের কেশীয়ারি ব্লকের কলাবনী তে কলাবনি তে দুর্গোৎসব কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বৃহষ্পতিবার।এদিন প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করছেন মূলত মুমূর্ষু রোগীদের রক্তের চাহিদা মেটাতে এই উদ্যোগ কমিটির । আগামী দিনের একাধিক সামাজিক কাজ করার অঙ্গীকার করেন ক্লাবের সদস্য রা। শিবিরে উপস্থিত হলেন কেশিয়ারী থানার আইসি বিশ্বজিৎ হালদার।