নিতুড়িয়া: নিতুড়িয়ায় পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু,ঘাতক গাড়ির সন্ধানে জোর তল্লাশি অভিযান পুলিশের
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের।পুলিশ সূত্রে জানা গেছে মৃত ঐ যুবকের নাম পানু বাউরি।তার বাড়ি নিতুড়িয়া থানার অন্তর্গত দীঘা গ্রামে।জানা যায়, সোমবার সন্ধ্যায় নিতুড়িয়া থানার ইনানপুর এলাকায় পানু বাউরিকে স্হানীয়রা রাস্তার পাশে তার মোটর বাইক নিয়ে রক্তাক্ত অবস্হায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর জানালে নিতুড়িয়া থানার পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে স্থানীয় হাড়মাড্ডি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে ঐ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।