মুরারই ২: পাইকরে হিয়াতনগর মোড়ে ভোট চোর গদ্দি ছোড় গণস্বাক্ষর অভিযানের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো
মুরারই ২ নম্বর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে পাইকরে হিয়াতনগর মোড়ে ভোট চোর গদ্দি ছোড় গণস্বাক্ষর অভিযানের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিন ১৫ ই অক্টোবর বুধবার সন্ধ্যা দিকে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ তথা বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ মুখার্জি, রাজ্য সাধারণ সম্পাদক সঞ্জয় আধিকারি ,জেলা সহ-সভাপতি মোঃ আসিফ ইকবাল, মুরারই২ নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি , মুরারই ২ ব্লকের কংগ্রেসের অঞ্চল সভাপতি রা, সহ অন্যান্য কংগ্রেসের নেতৃত্বরা।