পাঁশকুড়া: মধু চক্রের হানা দিয়ে ৪ মহিলা সহ ৮ গ্রেফতার হোটেল থেকে পাঁশকুড়া থানার পুলিশ তমলুক আদালতে তোলা হয়
মধু চক্রের হানা দিয়ে ৪ মহিলা সহ ৮ গ্রেফতার পাঁশকুড়া থানার পুলিশ তমলুক আদালতে তোলা হলো বুধবার।পাঁশকুড়া ঘাটাল রাজ্য সড়কের ধারে একটি হোটেলে অভিযান চালিয়১৪ অক্টবর রাত্রীতে। হোলেটে হানা দিয়ে চার মহিলা সহ হোটেলর মালিক খদ্দেরর সহ মোট ৮ জন কে গ্রেফতার করে।বুধবার সকালে ধৃত আট জনকে পাঁশকুড়া থানার পুলিশ তমলুক জেলা আদালতে পাঠানো হয়। সুত্রের খবর, পাঁশকুড়ার পিতপুরে ফ্যামিলি রেস্টুরেন্টের আড়ালে মধুচক্রের ব্যবসা দীর্ঘদিন ধরেই চলছিল।