প্রতিবারের ন্যায় এবারও মহানাম যজ্ঞের আয়োজন করেছে কোচবিহার ১ নং ব্লকের অন্তর্গত পসারিরহাট শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির মহানাম যজ্ঞ কমিটি। প্রতিবারের নাই এবারও তাদের এই মহানাম যজ্ঞ অনুষ্ঠানে ভক্তবৃন্দের ঢল নামে। শুক্রবার রাতে এই মহানাম যজ্ঞ অনুষ্ঠানে যান তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, ব্লক সভাপতি কালিশংকর রায় সহ অন্যান্য অতিথিবৃন্দ।এখানেই তৃণমূলের জেলা সভাপতি কি বলেছেন শুনে নেব