কালচিনি: ঐতিহাসিক হ্যামিল্টণগঞ্জ কালীপুজো মেলার আজ উদ্বোধন হল
ঐতিহাসিক হ্যামিল্টণগঞ্জ কালীপুজো মেলার আজ উদ্বোধন হল। এবছর মেলা ৯১ তম বর্ষ। মঙ্গলবার সন্ধ্যা ছয়টা নাগাদ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধাশ সাইবো, কালচিনির বিধায়ক বিশাল লামা সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। এবছর মেলাতে দেশে বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে স্টল এসেছে। এছাড়া মেলায় রয়েছে সার্কাস সহ অন্যান্য আকর্ষণীয় বিভিন্ন কিছু এছাড়া পুরুলিয়ার ছৌ নৃত্য রয়েছে এবছর মেলাতে।